কাজিপুরে জমি নিয়ে বিরোধ, নিহতের একদিন পর মামলা
কাজিপুর থানায় মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ভানুডাঙ্গা গ্রামে গত ২৩ ডিসেম্বর বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশি সাত্তার খার ও তার লোকজনের সাথে হবি খার মারামারির ঘটনা ঘটে। এতে করে হবি খাসহ আটজন আহত হয়। স্বজনরা ওইদিনই গুরুতর আহত হবি খাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
এ ঘটনায় শুক্রবার দুপুরে নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ আরো ৮-১০ জনকে অজ্ঞাত আসামি করে কাজিপুর থানায় মামলা দায়ের করেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ একেএম লুৎফর রহমান জানান, লাশ স্বজনদের নিকট ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।